নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ বিস্তারিত তথ্য (Complete Guideline) ✅ কারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে ? 🔆 SSC ২০২০/২০২১ (সাইন্স/আর্টস...
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ বিস্তারিত তথ্য (Complete Guideline)
✅ কারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে ?
🔆 SSC ২০২০/২০২১ (সাইন্স/আর্টস/কমার্স)
🔆 HSC ২০২২/২০২৩ (সাইন্স/আর্টস/কমার্স )
✅ নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ এ অংশগ্রহণ করতে SSC ও HSC তে কত GPA লাগে ?
🔖
বিএসসি = শুধু সাইন্স থেকে SSC + HSC তে মোট GPA কমপক্ষে 7.00, তবে আলাদা
ভাবে SSC ও HSC তে কমপক্ষে 3.00 থাকতে হবে। জীববিজ্ঞানে কমপক্ষে GPA 3.00
থাকতে হবে।
🔖 ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারী =
সাইন্স/আর্ট/কমার্স থেকে SSC + HSC মোট GPA কমপক্ষে 6.00, তবে আলাদা ভাবে
SSC ও HSC তে GPA কমপক্ষে 2.50 থাকতে হবে।
🔖 ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের MCQ পরীক্ষা (OMR পেপারে বৃত্ত ভরাট)
🔖 নেগেটিভ মার্কিং নেই, ভুল উত্তর দাগালে কোনো নম্বর কাটা যাবে না।
🔖 SSC+HSC তে GPA এর উপর মোট ৫০ নম্বর, SSC তে ২০ এবং HSC তে ৩০ নম্বর। SSC Result × 4 = 20 + HSC Result × 6 = 30 নম্বর।
🔖 জাতীয় মেধায় ৬০% শিক্ষার্থী চান্স পায়। (সর্বোচ্চ নম্বর প্রাপ্ত)
🔖
জেলা কোটায় ৪০% শিক্ষার্থী চান্স পায়। (প্রতি জেলা থেকে মোট আবেদনকারী
শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা নিজ জেলা কোটা
পেয়ে থাকে)
🔖 মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান (FFQ) ২% কোটা আছে।
🔖 উপজাতি কোটা নেই।
🔖 সরকারিতে মেয়েদের আসন ৯০% এবং ছেলেদের জন্য বরাদ্দ ১০% আসন।
🔖 বেসরকারি নার্সিং কলেজে মেয়ে ৮০% এবং ছেলে ২০%।
🔖
নার্সিং ভর্তি পরীক্ষা কেন্দ্র 20 টি, যথাঃ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী,
খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, গাজীপুর, টাংগাইল, ফরিদপুর,
কুমিল্লা, নোয়াখালী, যশোর, বগুড়া, দিনাজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, রাঙামাটি ও
গোপালগঞ্জ।
নার্সিং কলেজ/ইন্সটিটিউট চয়েস দেওয়ার সাথে পরীক্ষা
কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। আপনি উল্লেখিত 20 টি কেন্দ্রের যেকোনো ১ টি
কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন।
🔴 মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার
যাদের পর্যাপ্ত GPA থাকে না তাঁদের জন্য নার্সিং বেস্ট অপশন। কারণ মেডিকেল
ভর্তি পরীক্ষা দিতে অন্তত মোট 9 লাগে। আর বেশির ভাগ ক্ষেত্রে যাদের Double
A+ থাকে তারাই মেডিকেল ভর্তি পরীক্ষায় তুলনা মূলক ভাবে এগিয়ে থাকে!
পাশাপাশি, জেনারেল লাইনে না পড়ে, নার্সিং সেক্টরে ক্যারিয়ার গড়ুন। জেনারেল
লাইনে জবের কম্পিটিশন বেশি। বিএসসি নার্সিং কোর্স করে নার্সিং জব সহ
ব্যাংক, বিসিএস ও সরকারি-বেসরকারি সব জায়গায় জব করা যায়। দেশে ও বিদেশে
নার্সিং এ উচ্চশিক্ষার সুযোগ তো থাকছেই। যোগ্যতা সম্পন্ন নার্সদের জন্য
বিদেশে ব্যপক চাহিদা রয়েছে।
✅ কোন বিষয়ে কত নাম্বার থাকে?
🔴 বিএসসি নার্সিং
💌 বাংলা-২০
💌 ইংরেজি- ২০
💌 গণিত- ১০
💌 বেসিক বিজ্ঞান (পদার্থ+রসায়ন+জীববিজ্ঞান)- ৩০
💌 সাধারণ জ্ঞান- ২০
👉 মোট ১০০ নম্বর
🔴 ডিপ্লোমা ইন নার্সিং/ডিপ্লোমা ইন মিডওয়াইফারী
💌 বাংলা-২০
💌 ইংরেজি- ২০
💌 গণিত- ১০
💌 সাধারণ বিজ্ঞান- ২৫
💌 সাধারণ জ্ঞান- ২৫
👉 মোট ১০০ নম্বর
✅ সরকারী নার্সিংয়ে আসন সংখ্যা কত?
🔖 বিএসসি= ১২৮০ টি, প্রতিষ্ঠান ১৫ টি
🔖 ডিপ্লোমা= ২৭৩০ টি, প্রতিষ্ঠান ৪৮ টি
🔖 মিডওয়াইফারী= ১৮২৫ টি, প্রতিষ্ঠান ৬২ টি
✅ আবেদন করতে কত টাকা লাগে?
💲 BSc in Nursing আবেদন ফি (700/-)
💲 Diploma & Midwife আবেদন ফি (500/-)
বিঃদ্রঃ বেসরকারি নার্সিং এ পড়তে হলেও নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হবে। অন্তত 40+ মার্ক পেতে হবে MCQ পরীক্ষায়!
✅ কারা কিসে আবেদন করতে পারবে?
নার্সিং
এ মোট ৩ টি কোর্স। এই ৩ টির মধ্যে আপনি যে কোন একটিতে ভর্তি পরীক্ষা দিতে
পারবেন। কারণ ভর্তি পরীক্ষা একই দিন একই সময়ে হয়ে থাকে!
১) BSC in Nursing = শুধু সাইন্সের (with Biology) ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে।
২)
Diploma in Nursing = Science/Arts/Commerce, উন্মুক্ত, ভোকেশনাল, কারিগরি
থেকে SSC, HSC বা সমমান পাস ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবে।
৩)
Diploma in Midwifery= Science/Arts/Commerce, উন্মুক্ত, ভোকেশনাল, কারিগরি
থেকে SSC, HSC বা সমমান পাস শুধু মেয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
এবার আসুন আমরা দেখে নিই কিভাবে ঘরে বসেই আপনি সম্পূর্ণ নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে পারেন, তাঁর রোডম্যাপ।
✅ নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি (বিএসসি ও ডিপ্লোমা) ২০২৩-২৪
👉বাংলা: ৯/১০ শ্রেণির ব্যাকরণ অথবা অগ্রদূত বাংলা
👉 ইংরেজি: English for competatitive exams
👉গনিত: ৯/১০ শ্রেণির text বই/Math without calculater/খাইরুলস বেসিক ম্যাথ
👉সাধারণ জ্ঞান: জোবায়েরস জিকে/Mp3/যেকোনো সাধারণ জ্ঞান বই।
👉সাধারণ বিজ্ঞান: Mp3 দৈনন্দিন বিজ্ঞান/প্রফেসরস mcq review সাধারণ বিজ্ঞান (Diploma+bsc)
👉জীব/রসায়ন/পদার্থ বিজ্ঞান: ৯/১০ শ্রেণির text বই, সাথে এইচএসসি এর বই এর বেসিক। (এটা শুধুমাত্র বিএসসি'দের জন্য)
Reference guide: Neuron/Aspect/Professor/যেকোনো গাইড।
বিএসসি
ও ডিপ্লোমাতে কী ধরনের প্রশ্ন আসে, সেটা বুঝার জন্য প্রশ্ন ব্যাংক অথবা
যেকোনো একটা নার্সিং ভর্তি গাইড কিনুন, যেখানে বিগত বছরের প্রশ্ন দেওয়া
আছে। বিগত ৩/৪ বছরের প্রশ্ন দেখলে overall idea হবে।
+ বিভিন্ন নিয়োগ পরীক্ষার বাংলা, ব্যাকরণ, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, গণিত practice/solve করতে হবে, সরাসরি কমন পাবেন।
শুধু একটা গাইড পড়ে চান্স পাওয়া সহজ নয়।
keyword: todays
nuring news, tangail nursing, nursing, diploma, bsc, diploma nursing,
bsc nursing, midwifery, nursing admission, dhaka nursing, faridpur
nursing, govt nursing, sirajgonj nursing, bandarbon nursing, nursing
book pdf, tangailgovtnursing, todaysnursingnews, provisional
certificate, model test, college list, best nursing college in dhaka,
best nursing college in tangail, best nursing college in faridpur, best
nursing college in sirajgonj, best nursing college in syllet, best
nursing college in noakhali, best nursing college in borishal, best
nursing college in my location, best nursing college in cumilla, best
nursing college in jamalpur, nursing news, nursing circular, nursing
books, nursing cost, nursing result, best nursing in tangail, best nursing college, best diploma
nursing college, Nursing and midwifery college,