★★ভর্তির নিয়মাবলি/শর্তাবলি: ১. ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবেঃ (ক) শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা...
★★ভর্তির নিয়মাবলি/শর্তাবলি:
১. ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবেঃ
(ক) শিক্ষাবোর্ড হতে প্রাপ্ত এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি;
(ঘ) মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত আসনে সুযোগপ্রাপ্তদের প্রদত্ত সনদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www,molwa.gov.bd) এর বীর মুক্তিযোদ্ধা তথ্য ব্যবস্থাপনা সিস্টেমে উল্লিখিত (mis,molwa.gov.bd) মুক্তিযোদ্ধা তালিকা সমূহের যেকোনো একটির সাথে প্রদত্ত তথ্যের মিল থাকতে হবে। মুক্তিযোদ্ধার ছেলে/মেয়ে/নাতি/নাতনি হিসেবে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রত্যয়ন পত্র (সম্পর্কের সনদ) জমা দিতে হবে।
(ঙ) বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙ্গিন ছবি সম্বলিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ফলাফলের কপি;
(চ) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে সঠিকতা যাচাই (ভেরিফিকেশন) করা হবে। যাচাইয়ে সঠিক পাওয়া না গেলে ভর্তি বাতিল করা হবে;
(ছ) সরকারি প্রতিষ্ঠানে জেলা কোটায় ভর্তির জন্য সুযোগপ্রাপ্তদের অনলাইন প্রকাশিত ফলাফলে “Selected: Dist (সুযোগপ্রাপ্ত জেলার নাম)” উল্লেখ থাকবে। জেলা কোটায় সুযোগপ্রাপ্তদের ফলাফলে উল্লিখিত জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে নিজ জেলার স্থায়ী ঠিকানাসহ জন্মনিবন্ধন পত্র অনলাইন কপি প্রথম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে এবং নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদের মূলকপি দাখিল করতে হবে।
(জ) প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবেন।
(ঝ) ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে ভর্তির সময় প্রদত্ত তথ্যের গড়মিল অথবা ভুল/অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে যে কোন সময় ভর্তি বাতিল করা হবে।
★★২/সরকারি প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়াঃ
(ক) কাগজপত্র পরিস্কারভাবে স্ক্যান করে jpg অথবা .pdf ফরমেটে কম্পিউটারে সংরক্ষণ করে নিতে হবে, প্রতিটি ফাইলের সাইজ ১ মেগাবাইট (1MB) এর কম হতে হবে।
(খ) www. bnmc.gov.bd ওয়েবসাইট হতে ভর্তি পরীক্ষার ফলাফল অপশনে প্রবেশ করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত রোল এবং সিরিয়াল নম্বর দিয়ে view result বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
(গ) সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে ফলাফলের নিচে Admission বাটন দেখাবে, সেখানে ক্লিক করলে ভর্তি পরীক্ষার ইউজার ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তির ফরমে প্রবেশ করতে হবে।
(ঘ) ভর্তির ফরমে আবেদনের সময় প্রদত্ত তথ্য এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেখাবে । সেখানে কিছু সংখ্যক ঘর ব্লক থাকবে, যেমনঃ প্রবেশপত্রে ব্যবহৃত ছবি, ভর্তি পরীক্ষার রোল, প্রাপ্ত নম্বর, মেধাক্রম (মেরিট পজিশন), ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, প্রতিষ্ঠানের নাম, কোর্স, নিজ জেলা ইত্যাদি (তথ্য পরিবর্তন করার সুযোগ থাকবে না)।
(ঙ) ফরমে নতুন করে কিছু তথ্য হালানাগাদ করার প্রয়োজন হবে, যেমনঃ জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর বা জন্মসনদ, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানার কিছু অংশ ইত্যাদি।
(চ) ফরমের নিচের অংশে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার ঘর থাকবে। পূর্ব স্ক্যানকৃত ফাইলসমূহ আপলোড করা শেষ হলে Submit বাঁটনে ক্লিক করে আবেদনের কপি প্রিন্ট নিতে হবে। প্রিন্ট করতে ব্যর্থ হলে একই প্রক্রিয়ায় আবার ফরমে প্রবেশ করে প্রিন্ট ফরম বাঁটনে ক্লিক করে পূনরায় আবেদন ফরম প্রিন্ট করা যাবে।
(ছ) প্রিন্টকৃত আবেদন ফরমের দ্বিতীয় পৃষ্ঠার নিচে Applicant Signature অংশে শিক্ষার্থী স্বাক্ষর করে ভর্তির জন্য নির্ধারিত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
(জ) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক নির্ধারিত নিয়মে ফি প্রদান করে ভর্তি সম্পন্ন করতে হবে।সেক্ষেত্রে নার্সিং ও মিডওয়াইফারি কলেজ টাঙ্গাইল ভর্তি নির্ধারনী ফী ধরা হয়েছে ৪০০০/= টাকা।সকল ডকুমেন্টসসহ +৪০০০ টাকা প্রদান করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।এক্ষেত্রে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই কলেজে এসে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তিরকার্যক্রম সম্পন্ন হওয়ার পর বলে দেওয়া হবে পুনরায় আবার কবে আসতে হবে, কী কী করতে হবে।
(Office Hour: 8AM to 2PM)
শুধুমাত্র বিশেষ প্রয়োজনে ফোন দিবেনঃ
01828729961 (Tanvir Ahmad)
√ 01797917334 ( আদনান ফারাবী সুমন)
√ 01307233530 ( ZF TUHIN)
√ 01405-284881 (Roshidul Islam Ifat)